Badruddoza Chowdhury
Founder and CEO, GeniusOcean
আমি মোর্শেদুল আরেফিন। আমার যাত্রা শুরু খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)-এর বি.এস.সি. ডিগ্রি অর্জনের মাধ্যমে। এই শিক্ষা আমাকে প্রোগ্রামিং, সমস্যা সমাধান এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য একটি শক্তিশালী ভিত্তি দিয়েছে।
আমার পেশাগত কাজ শুরু হয় 2011 সালে, যখন Odesk (বর্তমান Upwork)-এর মতো প্ল্যাটফর্মগুলোতে ফ্রিল্যান্সিং শুরু করি। নানা ধরনের ক্লায়েন্ট ও প্রোজেক্টে কাজ করার সুবাদে আমি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করেছি এবং শিখেছি কিভাবে ক্লায়েন্টের বাস্তব চাহিদা বুঝে কার্যকরী ও কাজে লাগার মতো সফটওয়্যার তৈরি করতে হয়।
2018 সাল থেকে আমি CodeCanyon-এর একজন অথর হিসেবে কাজ করছি। ধারাবাহিকভাবে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করার কারণে অবশেষে আমি Elite Author (Level 8) মর্যাদা অর্জন করেছি, যা আমার কঠোর পরিশ্রমের একটি বড় স্বীকৃতি।
2022 সাল থেকে আমি সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্লাটফর্ম Udemy-তে ইন্সট্রাকটর হিসাবে ক্যারিয়ার শুরু করি। সেখানে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি এবং বিশ্বের 7000+ শিক্ষার্থীকে PHP, Laravel ও ওয়েব ডেভেলপমেন্ট শেখাচ্ছি।
Founder and CEO, GeniusOcean
2013 সালের দিকে আপনার বাংলায় PHP ভিডিও টিউটোরিয়াল আমার দেখা সেরা টিউটোরিয়াল। সিরিজটি একদম সহজ ভাষায় ছিল। আমিও যতটুকু শিখেছিলাম আপনার কাছে থেকেই শিখেছিলাম ভাই।
Senior Software Engineer, Brainstorm Force
ভাইয়া, আপনার পিএইচপি ভিডিওগুলোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রায় আট বছর আগে সেগুলো দেখেছিলাম। ওটাই ছিল আমার পিএইচপি শেখার প্রথম ভিত্তি। আর এরপর থেকে আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। পিএইচপি বেসিক (মৌলিক বিষয়) শেখার জন্য আমি বহু বছর ধরে সেই ভিডিওগুলিই অনুসরণ করেছি। যখন প্রথম পিএইচপি-র প্রাথমিক দিকগুলো শিখছিলাম, তখন আমি হতাশ ছিলাম যে কীভাবে পিএইচপি ব্যবহার করে একটি সম্পূর্ণ প্রজেক্ট তৈরি করা যায়। এরপর আল্লাহ আমাকে আপনার সেই ভিডিওগুলো দেন। আমি সব সময় আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি। আপনাকে আরও একবার অনেক কৃতজ্ঞতা জানাই। আল্লাহ যেন আপনার পরিবার ও কাজে রহমত ও বরকত বৃদ্ধি করেন, ইনশাআল্লাহ।
Senior Software Engineer, Juvenile Pacers
আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার টিউটোরিয়াল দেখে পিএইচপি শিখেছিলাম সেই 2014 সালের শেষের দিক থেকে। আলহামদুলিল্লাহ, আপনি আমার লাইফের আজ এই পর্যন্ত আসার পেছনের অন্যতম কারিগর।
Software Engineer, Get Found First
আমি পিএইচপি শুরু করেছিলাম আপনার পিএইচপি টিউটোরিয়াল দিয়ে। আপনার পিএইচপি টিউটোরিয়াল দেখে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল। আপনার কন্ট্রিবিউশন অনেক, ধন্যবাদ ভাই।
Backend Developer, Redlime Solutions
2015 সালে মোর্শেদুল আরেফিন ভাইয়ের PHP ও MySQL টিউটোরিয়াল দেখেই আমার প্রোগ্রামিংয়ে হাতেখড়ি হয়। তাঁর সহজ ভাষা ও বাস্তব উদাহরণভিত্তিক শেখানোর ধরণেই কোডিংয়ের প্রতি আমার আগ্রহ ও ভিত্তি মজবুত হয়েছে।
Software Developer, Sarkar IT
প্রিয় ভাই, আপনার টিউটোরিয়ালগুলো দেখে আমার Laravel ও PHP-র বেসিক কনসেপ্টগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে। বিশেষ করে multi-auth সেটআপ নিয়ে আমি আগে যে ঝামেলায় পড়তাম তা আপনার ভিডিও দেখে ক্লিয়ার হয়েছি, কোড আর কনসেপ্ট দুইটাই বুঝতে আমার জন্য খুব সহজ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, দুয়া করি, আল্লাহ আপনার এই পথে বরকত রাখুক। আমি বর্তমানে একটা সফটওয়ার কোম্পানিতে জুনিয়র ওয়েব ডেভেলপার হিসবে কর্মরত আছি, দুয়া রাখবেন ভাই।
Freelance WordPress Developer, Upwork
আমি মোর্শেদুল আরেফিন ভাইয়ের PHP ও MySQL ফান্ডামেন্টাল কোর্স এবং তার অসাধারণ মেন্টর সাপোর্টের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই । আমার কাছে তার নতুনদের জন্য সহজবোধ্য শিক্ষণ পদ্ধতি খুবই ভালো লেগেছে । যতদূর আমি দেখেছি, তিনি PHP ও MySQL বিষয়ে খুবই দক্ষ ও অভিজ্ঞ একজন মেন্টর । ভাই প্রতিটি বিষয় ব্যাখ্যাসহ লাইভ প্রজেক্টের মাধ্যমে বুঝিয়েছেন, যার ফলে প্রতিটি বিষয় খুব সহজভাবেই বুঝতে পেরেছি এবং প্র্যাকটিস প্রজেক্টে সফলভাবে প্রয়োগ করতে পেরেছি। আমার জন্য তার PHP & MySQL ফান্ডামেন্টাল কোর্সে এনরোল করাটা উত্তম সিদ্ধান্ত ছিল । তার পরিশ্রম ও প্রচেষ্টার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ এবং আল্লাহ তায়ালার নিকট তার অবিরাম সফলতা ও মঙ্গল কামনা করছি।